Monday, September 26, 2016

শ্রী শ্রী দুর্গা পূজা উৎসব


শ্রী শ্রী দুর্গা পূজা উৎসব শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি ।তারা  বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পরেছে ।তারা খুব সুন্দর সুন্দর দুর্গা বানাচ্ছে । দেশ এর প্রতিটা জায়গায় দুর্গা প্রতিমা বানানো প্রায় শেষ । অনেক রং বে রং এর শাড়ি এবং গহনা দিয়ে দুর্গা প্রতিমাকে তারা সাজিয়েছে । ঘরে ঘরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মা কে বরন করার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে । কখন সে আনন্দ ঘন মূহুত আসবে । ছোট বড় সবায় সেই প্রতীক্ষায় আছে ।পূজার আনন্দে সবাই কেনাকাটায় খুব ব্যস্ত । মেয়েরা শাড়ি ও থ্রী পিচ এর দোকানে ভীর জমাচ্ছে ছেলেরা ফতুয়া টি শাট এবং শট পাঞ্জাবির দোকানে । দিদা-দাদু সবাই কেনাকাটায় ব্যস্ত । ছোট বাচ্চাদের ও অনেক ভির দোকানে দোকানে । কে কি পড়বে এবং কেমন সাজবে তার জন্য পালারেও অনেক সমাগম চলছে । শুধু মেয়েরাই নয় ছেলেদের ও সুন্দর দেখানো চাই । তাই ছেলেরাও তাদের সাজ সজ্জা নেয়ে ব্যস্ত। এই ভাবে আনান্দিত হয়ে উঠেছে হিন্দু সম্প্রদায়।


0 comments:

Post a Comment