Tuesday, September 27, 2016

বাংলাদেশ অনলাইন আউটসোর্সিং

বাংলাদেশ দারিদ্র সীমার নিচে বসবাস । এই দারিদ্র দেশে এক বিশাল সমস্যা হলো বেকার সমস্যা। এই সমস্যা দূর করতে পারে অনলাইন আউটসোর্সিং । এর মাধ্যমে যুবক সম্প্রদায় তাদের বেকার সমস্যা দূর করতে পারে । এক জন মানুষ যদি ইচ্ছা  করে অল্পো সময় কোন একটি কাজ এর উপর ট্রেনিং নেয়, কিংবা ইউটিউব থেকে ভিডিও দেখে সে কাজ সেখে অনলাইন এ কাজ করতে পারে। অনলাইন এ অনেক কাজ আছে যেমন SEO(Search Engine Optimization),Graphics Designs,Web page Designs,Auto Card etc. এর মধ্যে যে কোন একটি কাজ  শিখে সে অনলাইন আউটসোর্সিং এ কাজ করতে পারে । আমাদের সাইট এ ডাউনলোড এ গিয়ে ইউটিউব এ ক্লিক করে ভিডিও দেখে আপনারা একটা মার্কেট প্লেস এ অ্যাকাউন্ট করে ইনকাম করতে পারেন। একটি কথা,এই কাজ গুলো শিখতে সর্ব প্রথম যে জিনিসটা দরকার সেইটা হল ধৈর্য । কোন অবস্থাতে ভেঙে পড়া যাবে না ।এখন বর্তমান বাংলাদেশে অনেক যুবক সম্প্রদায় অনলাইন আউটসোর্সিং এর কাজ করে জীবিকা নিবাহ করছে । এটি কে একটা পেশা হিসাবে নিয়ে যেতে পারে । আপনি ইচ্ছা করলেও এটি কে পেশা হিসাবে নিতে পারেন।

সবাই ভালো থাকবেন। আর প্রতি দিন এর আপডেট নিউজ পেতে এই ব্লগস্পত সাইট এ Visit করবেন।

Youitube link: 

0 comments:

Post a Comment