Thursday, September 29, 2016

সুজানগরে সপ্তম শ্রেনীর ছাত্র ইমন খুন

পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়নের কাদোয়া
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র
ইমন কে বুধবার রাতে শ্বাসরুদ্ধ ও চাকু মেরে হত্যা
করা হয়েছে।নিহত ইমন কাঁকিয়ান গ্রামের
আইয়েনউদ্দিনের ছেলে। দরিদ্র পরিবারে সন্তান
হওয়াতে স্কুল থেকে বাড়ী ফিরে ব্যাটারি চালিত
ভ্যানগাড়ী নিয়ে বেড় হয়।গভীর রাত পর্য়ন্ত
খোঁজা খোঁজি করে ইমনকে না পেয়ে
পরিবারের পক্ষ থেকে পুলিশ ফাঁড়িকে জানানো
হয়।বৃহস্পতিবার ভোরে মানিক হাট ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের বাড়ীর পাশে
লাশটি পড়ে থাকতে দেখেন মুসুল্লিরা,পড়ে থানা
পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।এ ঘটনায় খুনিদের
বিচারের দাবীতে ইমনের বিদ্যালয়ের শিক্ষক/
শিক্ষাথীরা শুকটার মোড় নামক স্হানে মানববদ্ধন
করেন।

0 comments:

Post a Comment